বাটলারকে আউট করে ম্যাচে ফিরেছে বাংলাদেশ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৫১, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বাটলারকে আউট করে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

newsup
প্রকাশিত মার্চ ১, ২০২৩
বাটলারকে আউট করে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

ডেস্ক নিউজ: ২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে চাপে রয়েছে ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক জস বাটলারকে ফিরিয়ে ম্যাচে ফিরেছে স্বাগতিক দল।

তাসকিনের বাড়তি বাউন্সের বল খেলতে গিয়ে স্লিপে শান্তর ক্যাচে পরিণত হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। ফেরার আগে ১০ বলে ৯ রান করেছেন তিনি। তাতে ছিল ১টি চার।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের সংগ্রহ ১৬.১ ওভার শেষে ৪ উইকেটে ৬৫। ব্যাট করছেন ডেভিড মালান (৩৩) ও উইল জ্যাকস (০)।

৪৫ রানে পতন হয় তৃতীয় উইকেটের। ফিল সল্টের বিদায়ের পর জেমস ভিন্স ধাক্কা সামাল দিতে পারেননি। তাইজুলের বলে বেশি আগ্রাসী হতে গিয়ে বিপদ ডেকে এনেছেন তিনি। উইকেট ছেড়ে খেলতে এসে স্টাম্পড হয়েছেন। ফেরার আগে ৯ বলে ৬ রান করেছেন। তাতে ছিল ১টি চার।
সাকিবের পর উইকেট শিকারে তাইজুল

২১০ রানের লক্ষ্যে দলীয় ৪ রানে পড়েছে ইংল্যান্ডের প্রথম উইকেট। তার পর ধাক্কা সামাল দিচ্ছিলেন ফিল সল্ট ও ডেভিড মালান। ৩১ রান যোগ করেন তারা। জুটিটি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি তাইজুল। বোল্ড করেছেন আরেক ওপেনার ফিল সল্টকে। ইংলিশ ব্যাটার জায়গা তৈরি করে খেলতে চেয়েছিলেন। পরাস্ত হওয়ায় লেগ স্টাম্প উপড়ে যায় তার। ফেরার আগে ১৯ বলে ১২ রান করেছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে ২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে ইংল্যান্ড। সাকিব আল হাসান প্রথম ওভার করতে এসেছিলেন। ষষ্ঠ বলটি উঠিয়ে মারতে যান ওপেনার জেসন রয়। কিন্তু বল লিডিং এজ হয়ে উঠে গেলে সেটি মিড অফে হাতে জমিয়েছেন তামিম ইকবাল। ফেরার আগে রয় ১ চারে ৬ বলে ৪ রান করেছেন।

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতলেও ব্যাটিংটা আহামরি হয়নি বাংলাদেশের। ৪৭.২ ওভারে ২০৯ রানেই তারা গুটিয়ে গেছে। ফলে ইংলিশদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২১০।

লিটন দাস সামর্থ্যের পরিচয় দিতে পারেননি। পঞ্চম ওভারেই লেগ বিফোরে সাজঘরে ফিরেছেন। তবে তামিম ইকবালের শুরুটা খারাপ ছিল না। ইনিংস লম্বা করতে পারেননি যদিও। ২৩ রানে উডের বাউন্সে বোল্ড হয়েছেন। ততক্ষণে স্কোর অর্ধশত ছাড়িয়েছে তারই কল্যাণে।

ধাক্কা সামাল দিতে তার পর অবদান রাখেন শান্ত-মুশফিক। ভালোই অবদান রাখছিলেন তারা। মুশফিকের কাণ্ডজ্ঞানহীন শটে ভেঙেছে ৪৪ রানের এই জুটি। সাকিবও দ্রুত ফিরলে মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়ে ফের দলকে উদ্ধার করেছেন শান্ত। ওয়ানডের প্রথম ফিফটি পাওয়া শান্ত ৫৮ রানে ফিরতেই ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে গেছে। ৫৩ রানের জুটি ভাঙার পরের ওভারে মাহমুদউল্লাহও ৩১ রানে ফিরেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।