দোয়ারাবাজারে বীমা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত Inbox - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৩০, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

দোয়ারাবাজারে বীমা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত Inbox

newsup
প্রকাশিত মার্চ ১, ২০২৩
দোয়ারাবাজারে বীমা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত Inbox

মেহেদী হাসান, দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় বীমা দিবস উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা।

বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি)ফয়সাল আহমেদ,উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম. এস আই মিজানুর রহমান সহ আরো অনেকে।

বক্তব্যে ইনসুরেন্সের সম্পর্কে দারুণ কথা রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড পুর্ব বাংলাবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহ তিনি তার বক্তব্যে বীমা শিল্পের ইতিহাস তুলে ধরেন, জানা যায় জাতীয় বীমা দিবস বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস।

বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ সরকার এটি প্রবর্তন করে ১৯৬০ সনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা লাইফ নামক ইন্স্যুরেন্স কোম্পানি তে মাসিক ১৫০০ টাকা বতনে চাকরি করেন বর্তমান সরকার তাই ১ মার্চ কে জাতীয় বীমা দিবস হিসেবে পালন করে আসছেন ২০২০ সাল থেকে এবছর এই দিবসটি কে (খ) শ্রেনী থেকে (ক) তে উন্নতি করেন বর্তমান সরকার এজন্য তিনি সরকার কে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড সহ বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিগন বক্তারা বীমার মাধ্যমে দেশ এবং জাতীর উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।