ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে শামীম - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৫৫, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে শামীম

newsup
প্রকাশিত মার্চ ২, ২০২৩
ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে শামীম

ডেস্ক নিউজ: ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার রাতে ঘোষণা করা হয়েছে শেষ ওয়ানডের দল। তাতে ১৫তম ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে শামীম হোসেনকে।

প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেলেও টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে শামীম হোসেনের। এখন পর্যন্ত ১০টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন। তবে বাজে ফর্মে বাদ পড়েছিলেন টি-টোয়েন্টি থেকে।

যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য শামীমের অভিষেকটা রঙিন হয়েছিল। জিম্বাবুয়েতে অভিষেক সিরিজে ব্যাট হাতে দারুণ বার্তা দিয়েছিলেন। কিন্তু ১০ ম্যাচ খেলেই বাদ পড়েন এই অলরাউন্ডার। গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন। তবে অল্প সময়ের ব্যবধানে ফের জাতীয় দলে ফিরেছেন চাঁদপুর থেকে উঠে আসা শামীম। বিপিএলে ১২ ম্যাচে ১৭৫ রান করলেও বেশ কিছু নজরকাড়া ইনিংস ছিল তার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।