চীনের প্রতি জার্মানির আহ্বান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:৫১, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

চীনের প্রতি জার্মানির আহ্বান

newsup
প্রকাশিত মার্চ ২, ২০২৩
চীনের প্রতি জার্মানির আহ্বান

লন্ডন প্রতিনিধি: রাশিয়াকে অস্ত্র না দিতে চীনের প্রতি আহ্বান জানালেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ। অস্ত্র সহায়তার বদলে যুদ্ধ থামাতে বেইজিংকে মস্কোর ওপর চাপ সৃষ্টি করতে বলেছেন তিনি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

জার্মান পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে শলৎজ বলেন, ‘ইউক্রেনে রুশ হামলা নিয়ে রাশিয়ার প্রতি চীনের নিন্দা না জানানোর বিষয়টি দুঃখজনক।’

অবশ্য বক্তব্যে পারমাণবিক যুদ্ধ রুখতে চীনের প্রচেষ্টার প্রতি সাধুবাদও জানিয়েছেন জার্মান চ্যান্সেলর।

ইউক্রেন যুদ্ধের বিষয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়ায় যে বৈশ্বিক বিভাজন সৃষ্টি করেছে তা বক্তব্যে তুলে ধরেন তিনি।

ইউক্রেনে রুশ হামলা ও অব্যাহত যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে চীন ও ভারত কোনও নিন্দা জানানো থেকে বিরত থেকেছে শুরু থেকেই। যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও যুক্ত হয়নি তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।