ডেস্ক নিউজ: স্বামী-সন্তান নিয়ে অস্ট্রেলিয়া ভ্রমণে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ঘুরে বেড়াচ্ছেন সেখানকার দর্শনীয় স্থানগুলোতে। আর সেসব মুহূর্তের কিছু ঝলক বিনিময় করছেন ভক্তদের সঙ্গেও। তবে শুক্রবার (৩ মার্চ) বিকালে একটি সারপ্রাইজ দিলেন পূর্ণিমা। সেই সারপ্রাইজের নাম- শাবনূর।
দীর্ঘদিন ধরেই সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর; এ কথা সবারই জানা। তাই দেশ থেকে যখন কোনও শিল্পী ক্যাঙ্গারুর দেশে যান, ঢালিউডের একসময়ের রানির সঙ্গে তাদের দেখা হয়েই যায়। বাদ যাননি পূর্ণিমাও।
শুক্রবার বিকালে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন পূর্ণিমা। সঙ্গে দেখা দেন শাবনূরও। এরপর দুজনে একে-অন্যের প্রশংসায় পঞ্চমুখ হন। এছাড়া তাদের ঘিরে ছড়িয়ে থাকা গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন।
হাস্যোজ্বল মুখে পূর্ণিমাকে শাবনূর বলেন, ‘আমাদের সম্পর্কে মানুষের মধ্যে বাজে ধারণা আছে। সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। এটা একটু পরিষ্কার করে দাও তো।
এরপর পূর্ণিমা বললেন, ‘আসলে আমাদের মধ্যে ফুলে-ফুলে সম্পর্ক। তিনি আমার খুব পছন্দের অভিনেত্রী। আমরা তাকে (শাবনূর) দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা, তিনি আমাদের অভিনয়ের ইনস্টিটিউট। আমরা এখনও অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে আসে। তিনি কীভাবে, কোন এক্সপ্রেশন দিতেন, সেটা মনে করে কাজ করি। যদিও আমরা বা আমি তার ধারেকাছে যেতে পারিনি। তিনি আসলেই অসাধারণ একজন মানুষ।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।