ডেস্ক নিউজ: তরুণ প্রজন্মের ফ্যাশন ব্র্যান্ড সোলাস্তা সব সময়ই তাদের প্রকাশ ও প্রচারণায় ব্যতিক্রম। নিত্যনতুন প্রচারণার ধারণা নিয়ে তাদের সরব পদচারণা ফ্যাশন জগতে নজর কেড়েছে সবার। তারই ধারাবাহিকতায় সোলাস্তা এবার নিয়ে এসেছে ক্রেতাবান্ধব বিশেষ আয়োজন ‘সোলাস্তা স্প্রিং ফ্যান্টাসি ২০২৩’।
সেখানে ক্রেতারা প্রথমবার কিনলে দ্বিতীয়বারও পাবেন ৫০ শতাংশ ছাড়। এ ছাড়া নিজস্ব ডিজাইনের পোশাকের নকশা ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে ক্রেতাবান্ধব ও গুণগত মানে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ব্র্যান্ডটি। যাত্রা শুরুর তিন বছরে সোলাস্তা এখন ফ্যাশনপ্রিয়দের আস্থার নাম।
প্রতিষ্ঠানটির সিইও শামসুল হক রিপন বলেন, ‘এ বছর বসন্ত উৎসব, বৈশাখ ও ঈদ একাকার হয়ে আসছে। তাই চাপ কমাতে ক্রেতাদের পাশে থাকার ইচ্ছা নিয়েই ‘স্প্রিং ফ্যান্টাসি’ ঘোষণা করা হয়েছে। ফাল্গুন ও চৈত্রের যে কোনো গ্রাহক ‘সোলাস্তার’ পণ্য প্রথমবার কিনলে দ্বিতীয়বার কেনার ক্ষেত্রে ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড় পাবেন।’
এ আয়োজনে ফাল্গুন ও চৈত্র মাসের কেনাকাটার গ্রাহক সন্তুষ্টি সর্বোচ্চ। সোলাস্তার হেড অব ডিজাইন কাশফিয়া নেহরীন বলেন, ‘সম্পূর্ণ নতুন ১০০০ নিজস্ব ডিজাইন নিয়ে সোলাস্তা পোশাকের নকশা করেছে এবার স্প্রিং-সামারের জন্য। তার মধ্যে ৩০০ নকশার পোশাক এরইমধ্যে শপে পাঠানো হয়েছে। আরও ৭০০ নকশার নতুন পোশাক শপে যাবে রোজা শুরুর আগেই।’
অনলাইনে সোলাস্তার পণ্য দেশময় ছড়িয়ে দিতে নিবেদিত ই-কমার্স দল নিরলস কাজ করছে। যে কেউ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ব্রাউজ করে পণ্য পেতে পারেন ঘরে বসেই। নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও বালক-বালিকাদের জন্য দেশীয় ও ওয়েস্টার্ন পোশাকের নকশা ও প্রস্তুত করছে সোলাস্তা। সোলাস্তার নিজস্ব আউটলেটে পাওয়া যাচ্ছে পণ্যগুলো।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।