হুমকি উপেক্ষা করে যৌথ সামরিক মহড়া চালাবে যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া - BANGLANEWSUS.COM
  • ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

হুমকি উপেক্ষা করে যৌথ সামরিক মহড়া চালাবে যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া

newsup
প্রকাশিত মার্চ ৩, ২০২৩
হুমকি উপেক্ষা করে যৌথ সামরিক মহড়া চালাবে যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া

আমেরিকা অফিস: উত্তর কোরিয়ার হুমকি উপেক্ষা করে চলতি মাসের শেষের দিকে যৌথ সামরিক মহড়া চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এর আগে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া কথা জানায় উত্তর কোরিয়া। খরব আল-জাজিরার।

শুক্রবার (৩ মার্চ) দুই দেশের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, আগামী ১৩ থেকে ২৩ মার্চ যৌথ মহড়া পরিচালনা করা হবে। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দীর্ঘমেয়াদি এই সামরিক মহড়াকে ‌‘ফ্রিডম শিল্ড’ হিসেবে অভিহিত করা হয়। এতে প্রশিক্ষণমূলক অনেক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, পরিবর্তিত পরিবেশ, উত্তর কোরিয়ার আগ্রাসন ও সাম্প্রতিক যুদ্ধ-সংঘাত থেকে প্রাপ্ত শিক্ষার মতো বিষয়গুলোকে ফোকাস করে মহড়ার কার্যক্রম সাজানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।