ফ্লোরিডায় জমজমাট ২৭তম এশিয়ান এক্সপ্রো ফুড ফেয়ার শুরু
০৫ মার্চ ২০২৩, ০২:০৪ অপরাহ্ণ

ডেস্ক নিউজ: ডেস্ক বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার আয়োজনে দু’দিন ব্যাপী ২৭তম এশিয়ান এক্সপো ফুড অ্যান্ড কালচারাল ফেয়ার-২০২৩ এর উদ্বোধন এর পূর্বে শুক্রবার ৩ মাচ হিলটন পামবীচ এয়ারপোর্ট এর বলরুমে গালা নাইট, এওয়ার্ড প্রদান ও নৈশভোজ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদশে সরকারের বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশী। এ সময় আয়োজক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি রহমান জহির ও সাধারণ সম্পাদক আরিফ আহম্মদ আশরাফ, জর্জিয়ার ষ্টেট সিনেটর শেখ রহমান, আতিকুর রহমান, ওয়াশিংটন ইউনির্ভাসিটি অফ সায়েন্স এন্ডটেকনোলজীর চ্যান্সেলর প্রকৌশলী আবু বকর হানিপ, সঞ্জয় সাহা, জুয়েল, নিউ ইয়র্ক থেকে আগত অতিথি উৎসব.কম এর রায়হান জামান, কাজী আজম, প্রকৌশলী আকাশ রহমান প্রমুখ।
শনি ও রবিবার, যথাক্রমে ৪ ও ৫ মার্চ বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে ফেয়ারগ্রাউন্ড, সাউথ ফ্লোরিডায় । ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ২৭তম এশিয়ান এক্সপো ফুড অ্যান্ড কালচারাল ফেয়ার কমিটি।
এবারের ২৭তম এশিয়ান এক্সপো সফল করতে গত প্রায় দুই মাস যাবত প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় ৩৫ জন শিশু-কিশোর মঞ্চে পরিবেশনার জন্য প্রস্তুতি নিয়েছে। ফ্লোরিডার জনপ্রিয় নৃত্য শিল্পী ইফফাত ইভানার তত্ত্বাবধানে এদের নাচ শেখানো হয়েছে।
এবারের এক্সপোতে এই প্রথমবারের মতো এশিয়ার সাতটি দেশের ভাষা-সংস্কৃতি নিয়ে বাংলাদেশি শিল্পীরা মঞ্চে পরিবেশনা করবে। এদের পাশাপাশি ফ্লোরিডার শিশুকিশোর এবং প্রতিষ্ঠিত শিল্পী নিয়ে মোট ৬০ জন শিল্পীর একটা বিশাল টিমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে এবারও সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। অ্যারাবিক গানে কণ্ঠ দেবেনে শায়না রশিদ, কাওয়ালী গান পরিবেশন করবেন নওরিন, এছাড়াও মেরিনা মজুমদার, আলমগীর পাটোয়ারি, সুমনা শারমিন, ঈশান রিফাত ও অ্যাঞ্জেলা, সুমনা জিনিয়া, লিন্ডা, ঝুমু, শ্রাবণ, সোনিয়া দে, ভারতের হেমা ও গোপীসহ অনেক নামকরা শিল্পী অনুষ্ঠানে পরিবেশনা করবেন।
তাসবিন ও অর্ণবের উপস্থাপনায় অনুষ্ঠানটি উপভোগের জন্য সবাইকে আমন্ত্রণ জানানিয়েছে আয়োজক কমিটি।