বাইডেনের ক্যান্সার আক্রান্ত কোষের সফল অপসারণ - BANGLANEWSUS.COM
  • ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

বাইডেনের ক্যান্সার আক্রান্ত কোষের সফল অপসারণ

newsup
প্রকাশিত মার্চ ৫, ২০২৩
বাইডেনের ক্যান্সার আক্রান্ত কোষের সফল অপসারণ

যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে ক্যান্সার শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়ার পর সবগুলো ক্যান্সার আক্রান্ত কোষ সফলভাবে অপসারণ করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে (৩ মার্চ) হোয়াইট হাউজ এই তথ্য জানায়।

৮০ বছর বয়সী বাইডেনের গত বছরের রুটিনমাফিক স্বাস্থ্য পরীক্ষায় বুকের ত্বকে ধরা পড়ে ক্যান্সার কোষ। এবছর ফেব্রুয়ারি মাসে তার বাৎসরিক স্বাস্থ্য পরীক্ষার সময় অপসারণ করা হয় ধরা পড়া ক্যান্সার কোষ। ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো সরানো হয়েছে। এরপর চিকিৎসকরা তাকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে ।

হোয়াইট হাউজের ডাক্তার ও’কোনোর দীর্ঘদিন ধরে বাইডেনের চিকিৎসকের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘সব ক্যান্সার টিস্যু সফলভাবে অপসারণ করা হয়েছে। এই মুহূর্তে আর কোনও চিকিৎসার প্রয়োজন নেই তার।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।