পাকিস্তানে খেলবেন জাহানারা

Daily Ajker Sylhet

newsup

০৫ মার্চ ২০২৩, ০২:১১ অপরাহ্ণ


পাকিস্তানে খেলবেন জাহানারা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের নারী জাতীয় দলের পেসার জাহানারা আলম। পাকিস্তানে খেলার আমন্ত্রণ পেয়েছেন তিনি।

এই বছরের সেপ্টেম্বরে নারী টি-টোয়েন্টি লিগ শুরু হচ্ছে। তারই প্রস্তুতি হিসেবে চলতি পিএসএলে নারী দলের তিনটি প্রদর্শনীমূলক টি-টোয়েন্টি আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানেই খেলবেন জাহানারা।

শনিবার সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর নিশ্চিত করেন জাহানারা নিজেই, ‘আলহামদুলিল্লাহ… পিএসএলে নতুন ক্রিকেট অ্যাসাইনমেন্ট (নারী লিগ প্রদর্শনীমূলক ম্যাচ)। আমার জন্য দোয়া করবেন।’

সাতটি দেশের ১০ বিদেশি খেলোয়াড়কে নিয়ে গড়া হয়েছে দুটি দল। তারা খেলবেন পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে। জাহানারার দল সুপার উইমেন টিম, নেতৃত্বে পাকিস্তানি ক্রিকেটার নিদা দার।

অন্য দল আমাজনস, যার নেতৃত্ব দেবেন বিসমাহ মারুফ। দুই দল সব মিলিয়ে তিন ম্যাচ খেলবে। নারী দিবস উদযাপনের এই ম্যাচগুলো আয়োজন করবে পিসিবি। প্রথম ম্যাচ হবে ৮ মার্চ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।