ডেস্ক নিউজ: যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা ও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নবপ্রজন্মের মাঝে দেশাত্মবোধ ও মানবিকতার বিকাশ সাধন করার লক্ষে যাত্রা শুরু করল মৌলভীবাজার ইউনাইটেড সোসাইটি অব নিউ জার্সি নামে একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন।
সিটির লেক্সিংটন এভিনিউ’র একটি হলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। কেক কেটে সংগঠনটির নাম ঘোষনা করেন বীর মুক্তিযোদ্বা ছামসুল আলম খাঁন।
জি এম চৌধুরী সুলেমান ও আমিনুল ইসলাম- র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সৈয়দ শফায়ত আলী,আবুল মনাফ খাঁন আশিদ,মোহাম্মদ নুরুন নবী,সাংবাদিক আখমল হোসেন শুভ, জিল্লুর রহমান খাঁন,আব্দুল মুকিত, আব্দুল মালিক, আবু ইমরান চৌধুরী, সুহেল আহমদ, আব্দুল শহিদ, শেখ সিরাজুল ইসলাম তালুকদারসহ আরও অনেক।
সভায় সর্বসম্মতিক্রমে গোলাম ইস্পাহানি চৌধুরী মাসুম-আহ্বায়ক, যুগ্ন-আহ্বায়ক অ্যাডভোকেট তারেক আহমেদ চৌধুরী এবং মোহাম্মদ শামীম উদ্দিন-কে সদস্য সচিব করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সৈয়দ নুরুল হাসান, শেখ ফখরুল ইসলাম তালুকদার, আবু সুফিয়ান, লুৎফুর রহমান খাঁন, আব্দুল মুক্তাদির খচরু, রুহেল আহমদ, মোহাম্মদ শামীম ভূইয়া, এবং মোহাম্মদ আলম সহ প্রমুখ
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।