নিউইয়র্কের অন্যতম বিদ্যাপীঠ বিএমএমসিসি ভিজিট করলেন বাংলাদেশ থেকে আগত শায়খ কারী মাওলানা নাজমুল হাসান হাফিজাহুল্লাহ – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

নিউইয়র্কের অন্যতম বিদ্যাপীঠ বিএমএমসিসি ভিজিট করলেন বাংলাদেশ থেকে আগত শায়খ কারী মাওলানা নাজমুল হাসান হাফিজাহুল্লাহ

newsup
প্রকাশিত মার্চ ৮, ২০২৩
নিউইয়র্কের অন্যতম বিদ্যাপীঠ বিএমএমসিসি ভিজিট করলেন বাংলাদেশ থেকে আগত শায়খ কারী মাওলানা নাজমুল হাসান হাফিজাহুল্লাহ

আহমেদ রাশীদ : কুরআনুল কারীম এর খেদমত ও প্রতিযোগিতার ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে যার বিশেষ অবদান, সেই খ্যাতিমান ব্যক্তিত্ব,মানুষ গড়ার কারিগর,তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরসা, ঢাকা এর সম্মানিত পরিচালক, ক্বারী মাওলানা নাজমুল হাসান হাফিজাহুল্লাহ গত ৫ই মার্চ রোববার দুপুরে পরিদর্শন করেন নিউইয়র্ক এর অন্যতম ইসলামী বিদ্যাপীঠ,বিএমএমসিসি ইসলামিক স্কুল।পরিদর্শনকালে তাঁকে স্বাগত ও সাদর সম্ভাষণ জানান বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল রশীদ আহমদ।এ সময় অন্যান্য আসাতেযায়ে কেরাম উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।পাশাপাশি এই দ্বীনি প্রতিষ্ঠানটি আগামীতে যেন আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে পারে সেজন্য তিনি তাঁর অভিজ্ঞতার আলোকে পরামর্শ প্রদান করেন।প্রতিষ্ঠানটির ফুল টাইম মাদরাসা “কুরআন একাডেমী ফর ইয়াং স্কলার” বন্ধ ছিল বিধায় ঐ বিভাগের ছাত্র-ছাত্রীরা সেদিন হযরতের দুআ থেকে মহরুম ছিল।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আকারে এক কুরআনের মজলিস অনুষ্ঠিত হয়।উস্তায হাফেজ ফাহমিদ আবদুল্লাহ রাইয়য়ান এর পরিচালনায় শুরুতে প্রতিষ্ঠানের ক’জন ছাত্র-ছাত্রীদের তেলাওয়াত শুনেন।পরে মেহমান কুরআনে কারীম থেকে কয়েকটি সূরা মশক করান এবং উচ্চারণের কিছু পদ্ধতি ও কলা-কৌশল শিক্ষা দেন ।এ সময় অন্যান্য আসাতেযায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ আবু তাহের, হাফেজ জসীম উদ্দিন, হাফেজ রাহাত ইকবাল,হাফেজ আবদুল্লাহ মুত্তাকী ও হাফেজ তাওহিদুর রহমান তালহাসহ প্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।