স্পোর্টস ডেস্ক: মাঠে ক্রিস্তিয়ানো রোনালদোর মেজাজ হারানোর ঘটনা নতুন নয়। সেজন্য শাস্তির মুখোমুখিও হয়েছেন। সৌদি প্রো লিগে যোগ দিয়েও পাল্টাননি তিনি। আল নাসরের ১-০ গোলে পরাজয়ের পর পানির বোতলে লাথি মেরে তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
আল ইত্তিহাদের মাঠে হেরে যাওয়ায় টানা দ্বিতীয় ম্যাচে এমনটা ঘটলো। রোনালদো জালের ঠিকানা খুঁজে পাননি। বরং ইনজুরি সময়ে পর্তুগিজ তারকাকে গোল থেকে বঞ্চিত করেছেন আল ইত্তিহাদ গোলকিপার মার্সেলো গ্রোহে। এই জয়ে প্রো লিগে আল নাসরকে টপকে শীর্ষে উঠে গেছে আল ইত্তিহাদ।
অবশ্য রোনালদোর মেজাজ হারানোর ম্যাচে কিছু ঘটনাও ঘটেছে। বলা যায় তার মেজাজ বিগড়ে দেওয়ার সব আয়োজন করেছিলেন স্বাগতিক দর্শকরা। ম্যাচের পুরোটা সময় রোনালদোকে উত্তেজিত করতে বারবার তার প্রতিদ্বন্দ্বী মেসির নাম নিচ্ছিলেন তারা।
স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ সমর্থকদের আচরণ রোনালদোর ভালো লাগার কথা নয়। তবে মাঠ ছাড়ার আগে নিজের ক্লাব ভক্তদের করতালিতে সাধুবাদ জানিয়েছেন তিনি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।