ইউক্রেনের সাফল্যের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:১৪, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইউক্রেনের সাফল্যের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

newsup
প্রকাশিত মার্চ ১০, ২০২৩
ইউক্রেনের সাফল্যের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

আমেরিকা অফিস: শীতকালের পর ইউক্রেনীয়রা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অগ্রগতি অর্জন করবে বলে প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা আশা করছি আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে ইউক্রেনীয়রা আগামী কয়েক মাসে যুদ্ধে অগ্রগতি অর্জন করবে।’ এমন সময় যুক্তরাষ্ট্র এই সাফল্য প্রত্যাশা করছে যখন পূর্ব ইউক্রেনের বাখমুত শহর দখলের কাছাকাছি রয়েছে রুশবাহিনী।

জন করিব বলেন, ‘রুশবাহিনী ইউক্রেনের আকাশসীমা এখনও দখল করতে পারেনি, এবং এই বিষয়ে তারা কোনও চেষ্টাও করেনি। তবে ইউক্রেনীয়রা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বেশ কার্যকরভাবে কাজে লাগিয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলে রুশ সেনাদের অগ্রগতিতে পরিস্থিতি আরও জটিল হলে যুক্তরাষ্ট্রের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি।

এ বিষয়ে কিরবি জানান, গোলাবারুদ এবং বিমান প্রতিরক্ষাসহ ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের মনোযোগ রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।