ডেস্ক নিউজ: গুগল ও মাইক্রোসফটের মধ্যে বিরোধ চলছে কার চ্যাটবট ভালো। যা শুধুই মেশিন লার্নিং ও ল্যাঙ্গুয়েজ মডেল হিসেবে ব্যবহৃত হবে না। এই নিয়ে আলোচনা চলছে।
ধরণা করা হচ্ছে, এবারের বার্ষিক আই এবং ইভেন্টে ২০টিরও বেশি এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ক্ষমতাসমৃদ্ধ পণ্য প্রদর্শন করা হবে। এর মধ্যে গুগল তার যে এআই ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করছে, তা এক হাজার ভিন্ন ভিন্ন ভাষা সমর্থন করে।
সম্প্রতি একটি পোস্টে গুগল তার ইউনিভার্সাল স্পিচ মডেল বা ইউএসএম সম্পর্কে বেশ কিছু তথ্য শেয়ার করে, যাকে গুগল তার লক্ষ্যে পৌঁছাতে সবচেয়ে জটিল প্রথম পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে।
সংবাদমাধ্যম ভার্জ জানায়, গত নভেম্বরে গুগল প্রথম ঘোষণা দেয় তারা একটি ল্যাঙ্গুয়েজ মডেলের পরিকল্পনা করছে, যা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত এক হাজার ভাষাকে সমর্থন করে। সেই সঙ্গে তার ইউএসএম মডেল উন্মোচিত করে।
ইউএসএমের বর্ণনায় গুগল জানায়, এটি স্টেট অব দ্য আর্ট স্পিচ মডেলের একটি পরিবার। এখানে দুই বিলিয়ন প্যারামিটারকে প্রশিক্ষিত করা হয়েছে ১২ মিলিয়ন ঘণ্টা কথা এবং ৩০০টি ভাষার ২৮ বিলিয়ন বাক্য থেকে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।