চট্টগ্রামে "সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন" উপহার সামগ্রী বিতরণ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:১৭, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

চট্টগ্রামে “সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন” উপহার সামগ্রী বিতরণ

newsup
প্রকাশিত মার্চ ১৩, ২০২৩
চট্টগ্রামে “সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন” উপহার সামগ্রী বিতরণ

ডেস্ক রি‌পোর্ট : সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন ২০১৭ থে‌কে সি‌লেট-চট্টগ্রাম এর মানবতা-আঞ্চ‌লিকতা-ই‌তিহাস-ঐ‌তিহ‌্য বি‌শ্বের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে এই প্রথম কিছু মানবিক বন্ধুদের নিয়ে “চট্টগ্রামের সীতাকুন্ডে সীমা অক্সিজেন ভয়াবহ সিলিন্ডার বিষ্ফোরণ‌ে” আহত‌দের মা‌ঝে চট্টগ্রাম মেডিকেল হাসপাতা‌লে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন এর পক্ষ থেকে ফল উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এই মানবিক কার্যক্রমে যারা অর্থ ও অন্যান্য সহযোগিতা করেছেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন অত্র সংগঠ‌নের সম্মা‌নিত উপ‌দেষ্টা মানবিক চিকিৎসক, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল এর প্রধান উদ্যোক্তা ও নির্বাহী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
ডা. বিদ্যুৎ বড়ুয়া, বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন অত্র সংগঠ‌নের সম্মা‌নিত উপ‌দেষ্টা ও বি‌শিষ্ট ব‌্যাংকার বাংলা‌দেশ ব‌্যাং‌কের ডি‌জিএম মোঃ একরাম হো‌সেন, অত্র সংগঠ‌নের সম্মা‌নিত উপ‌দেষ্টা ও সি‌নিয়র সাংবা‌দিক স‌রোয়ার আমিন বাবু, অত্র সংগঠ‌নের সম্মা‌নিত উপ‌দেষ্টা ও বাংলা‌দেশ আওয়ামীলী‌গের ক্রীড়া উপ-ক‌মি‌টির সা‌বেক সদস‌্য মামুন চৌধুরী এবং প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শ‌হিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাংবা‌দিক উৎফল বড়ুয়া, রানা বড়ুয়া, বিজয় বড়ুয়া, জামাল উ‌দ্দিন।

উ‌ল্লেখ‌্য সিলেটের গত ভয়াবহ বন্যার সময় মানবতার ডাকে সাড়া দিয়ে সিলেটবাসীর পাশে চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান সীমা রিরোলিং স্টিলমিল (এসএআরএম) দাঁড়িয়ে ছিলেন।

সিলেট শহরের কয়েকটি স্পটে এবং দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউ‌নিয়‌নে, ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নে কয়েকটি স্পটে, গোয়াইনঘাট উপজেলার কয়েকটি স্পটে, সুনামগঞ্জ সদরের কয়েকটি স্পটে উক্ত বিতরনের সময় অত্র সংগঠন ও শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ নিজ নিজ এলাকার জনপ্রতিনিধি ধারা বিতরণ করা হয়।

সিলেটের ভয়াবহ বন্যার সময় চট্টগ্রাম থেকে ‌নি‌য়ে আসা বিশাল ত্রাণবাহী বহরটির বিতরনের সময় উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কৃতি সন্তান মাননীয় ডিআইজি পরিতোষ ঘোষ ম‌হোদয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।