সেই ড্রোনের ভিডিও প্রকাশ করলো পেন্টাগন – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

সেই ড্রোনের ভিডিও প্রকাশ করলো পেন্টাগন

newsup
প্রকাশিত মার্চ ১৭, ২০২৩
সেই ড্রোনের ভিডিও প্রকাশ করলো পেন্টাগন

আমেরিকা অফিস: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনকে দুটি রুশ যুদ্ধবিমানের বাধা দানের ভিডিও প্রকাশ করেছে।

পেন্টাগন বলছে, ৪২সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে রাশিয়ার একটি এসইউ-২৭ যুদ্ধবিমান মার্কিন এমকিউ-৯ ড্রোনের এগিয়ে আসছে এবং এরপর ড্রোনটি অতিক্রমের সময় জ্বালানি ফেলতে শুরু করে। মার্কিন সেনাবাহিনীর দাবি, বৃহস্পতিবার কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধবিমান ড্রোনটির ওপর জ্বালানি ফেলার কারণে এটির প্রপেলার আটকে যায় এবং পরে সাগরে নিমজ্জিত হয়। ইচ্ছাকৃতভাবে ড্রোনটি ভূপাতিত করার কথা অস্বীকার করেছে রাশিয়া।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির ইউক্রেনে আক্রমণে সেনা পাঠানোর পর এটিই ওয়াশিংটন ও মস্কোর মধ্যে প্রথম সামরিক ঘটনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।