রমজান মাস উপলক্ষে লন্ডনে আলোকসজ্জা - BANGLANEWSUS.COM
  • ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

 

রমজান মাস উপলক্ষে লন্ডনে আলোকসজ্জা

newsup
প্রকাশিত মার্চ ১৯, ২০২৩
রমজান মাস উপলক্ষে লন্ডনে আলোকসজ্জা

লন্ডন ব্যুরো অফিস :

পবিত্র রমজান এলে মুসলমানদের আনন্দের সীমা নেই। মুসল্লিরা বেশী করে ইবাদত করেন। প্রায় একমাস পবিত্র রমজান শেষে আসে ঈদ। আর ঈদকে সামনে রেখে মুসল্লিদের ইবাদত, অন্যদিকে ব্যবসায়ীদের ঈদের শফিং এ ক্রেতাদের খুশী করতে যাবতীয় প্রস্তুতি নেন। দোকানপাট, রোড, স্টিট সাজসজ্জা করা হয় মুসলিম দেশগুলোতে। কিন্তু এবার ব্যতিক্রম হচ্ছে যুক্তরাজ্যে। মুসলমানদের পবিত্র রমজানকে সম্মান জানিয়ে  চোখে পড়ার মতো আলোকসজ্জা হয়েছে লন্ডনে।

এদিকে যুক্তরাজ্যে রমজান মাসকে স্বাগত জানাচ্ছে লন্ডন প্রবাসী বাংলাদেশিরাও । যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো, যুক্তরাজ্যের লন্ডনের অক্সফোর্ড স্ট্রিট পিকাডিলি সার্কাস এলাকাটি সাংস্কৃতিক বৈচিত্র্যের জাতীয় নীতির একটি অংশ হিসেবে বিশ্বব্যাপী সমস্ত মুসলমানের জন্য রোজা পালনের পবিত্র রমজান মাস উপলক্ষে প্রকাশ্যে সাজানো হয়েছে।

পবিত্র রমজানের আগমনে লন্ডন ওয়েস্টেন্ড আলোয় আলোকিত করা হয়েছে, যা চোখে পড়ার মতো। আর এটি দেখার জন্য প্রতিদিন ভিড় করছে আগত দর্শক বৃন্দাবরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।