ডেস্ক নিউজ: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, শক্তিশালী ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার ফলে বাংলাদেশ একটি ক্যাশলেস সোসাইটির দিকে অগ্রসর হচ্ছে। আমাদের লক্ষ্য কাগজের মূদ্রাহীন সমাজ গড়ে তোলা। গৃহকর্মীদের একটি ডাটাবেজ তৈরি প্রয়োজন। এর ভিত্তিতে তাদের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের বিশেষ সুবিধার বিষয়ে কাজ করা সহজ হবে।
আজ ঢাকার আগারগাঁওয়ে পর্যটন করপোরেশন হলে ‘ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের নারী গৃহকর্মীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নারী নিয়োগদাতাদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের ক্যাশ আউট এবং টাকা পাঠানোর খরচ যৌক্তিক পর্যায়ে কমিয়ে এনে গ্রাহক স্বার্থ রক্ষার অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।