ঐতিহাসিক’ সফর শেষে মস্কো ছাড়লেন শি জিনপিং - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৩১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ঐতিহাসিক’ সফর শেষে মস্কো ছাড়লেন শি জিনপিং

newsup
প্রকাশিত মার্চ ২২, ২০২৩
ঐতিহাসিক’ সফর শেষে মস্কো ছাড়লেন শি জিনপিং

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ায় তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে নিজ দেশে ফিরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) সকালে তিনি মস্কো ছাড়েন। এ খবর জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস।
মস্কোয় সফরে আসেন শি জিনপিং। টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার রাশিয়ায় সফরে করেন তিনি।

সোমবার ক্রেমলিনে অনানুষ্ঠানিক বৈঠকে করেন পুতিনের সঙ্গে। এই বৈঠক স্থায়ী হয় সাড়ে চার ঘণ্টা। পরে মঙ্গলবার সকালেও দুই নেতা বৈঠক করেন।

রাশিয়া ও ইউক্রেন ইস্যুতেও শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের আলোচনা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ অবসানের ভিত্তি হতে পারে চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা। কিয়েভ ও পশ্চিমারা যখন রাজি থাকবে তখন এই সমাধান সম্ভব। চীনা প্রেসিডেন্টের সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট।

মস্কোতে পুতিনের সঙ্গে সময় কাটানো এবং ঐতিহ্যবাহী আতিথেয়তা ও উষ্ণ অভ্যর্থনার জন্য খুব খুশি বলে উল্লেখ করেছেন শি জিনপিং।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।