ডেস্ক নিউজ: চলতি বছর হজ পালনের জন্য বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ১৬ হাজার ৩৩ জন। এর মধ্যে সরকারি খরচে হজের নিবন্ধন করেছেন ৯ হাজার ৮৪৮ জন এবং বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ১ লাখ ৬ হাজার ১৮৫ জন।
এ বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে। ফলে নিবন্ধনের বাকি আছে ১১ হাজার ১৬৫ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১ ফেব্রুয়ারি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
এবার সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। ২ ফেব্রুয়ারি সরকারি হজ প্যাকেজের নির্ধারিত মূল্যের চেয়ে ১০ হাজার টাকা কমিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব)। এতে সর্বনিম্ন প্যাকেজ হয় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। তবে সরকারি-বেসরকারি উভয় প্যাকেজই বিগত বছরের চেড়ে খরচ বেড়েছে প্রায় দেড় লাখ টাকা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।