ডেস্ক নিউজ: চলতি মাসেই শুরু হচ্ছে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার জন্য জাতীয় দল থেকে অনাপত্তিপত্র চেয়ে বিসিবি বরাবর চিঠি দিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। বৃহস্পতিবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে সাকিব আল হাসান ও লিটন দাসের আইপিএলে যাওয়ার কোন সুযোগ দেখেন না তিনি। যদিও বোর্ড সূত্রে জানা গেছে, সাকিব-লিটনরা ২৪ দিনের জন্য এনওসি পেতে পারেন।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বোর্ড প্রধান নাজমুল হাসান। সংবাদ মাধ্যমকে সাকিব-লিটনের এনওসি নিয়ে বলেছেন, ‘না থাকার (বাংলাদেশের খেলার সময় এভেইলেবল) আমি কোন অপশনই দেখি না। এইটা যদি এমন হতো ওদেরকে বলেছি যে ভেবে চিন্তে দেখতেও পারি- এরকম কোন অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে, তাহলে সন্দেহ থাকতো। আমরা তো পরিষ্কার বলেই দিয়েছি। এখন পর্যন্ত ওই সিদ্ধান্তেই আছি। সিদ্ধান্ত বদল হওয়ার কোন সম্ভাবনা দেখি না। যদি কখনো সিদ্ধান্ত বদল হয় আপনাদেরকে আগেই জানাবো। তবে এখনো আগের সিদ্ধান্তই বহাল আছে।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।