কিংসলের অভিষেক ম্যাচে তারিকের গোলে বাংলাদেশের জয় - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:১১, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কিংসলের অভিষেক ম্যাচে তারিকের গোলে বাংলাদেশের জয়

newsup
প্রকাশিত মার্চ ২৫, ২০২৩
কিংসলের অভিষেক ম্যাচে তারিকের গোলে বাংলাদেশের জয়

ডেস্ক নিউজ: প্রচুর দর্শক সমাগম হয়। এবারই সেশেলসের বিপক্ষে রোজার মাসে আশানরূপ দর্শক হয়নি। তবে যারাই মাঠে এসেছেন তারা নিজেদের সৌভাগ্যবান বলতে পারবেন। ২০২০ সালের পর নিজেদের মাঠে আবারও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে তারিক কাজীর লক্ষ্যভেদে স্বাগতিকরা ১-০ গোলে হারিয়েছে সেশেলসকে।

সেশেলসের অর্ধেই বেশিরভাগ সময় খেলা হয়েছে। কিন্তু কিছুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না বাংলাদেশ দলের। অবশেষে ভাগ্য সুপ্রসন্ন হয়। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর একমাত্র গোলে প্রথমার্ধে এগিয়ে যায় বাংলাদেশ।

ফিফা প্রীতি ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ দলে মজিবর রহমান জনি একমাত্র নতুন মুখ। এছাড়া আমিনুর রহমান সজীব ২০১৫ সাল ও তপু বর্মণ দেড় বছর পর দলে খেলার সুযোগ পেয়েছেন। হাভিয়ের কাবরেরা শুরু থেকে আক্রমণাত্মক ছকে খেলানোর চেষ্টা করলেও সেশেলসের গোলকিপারের সেভাবে পরীক্ষা নেওয়া হচ্ছিল না। জামাল-সোহেল রানাদের আক্রমণ প্রতিপক্ষের রক্ষণে এসে বাধা পাচ্ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।