ব্রাজিলের মরক্কো পরীক্ষা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:২৩, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ব্রাজিলের মরক্কো পরীক্ষা

newsup
প্রকাশিত মার্চ ২৫, ২০২৩
ব্রাজিলের মরক্কো পরীক্ষা

স্পোর্টস ডেস্ক: স্বপ্নের মতো বিশ্বকাপ পার করেছিল মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়েছিল তারা। বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও কানাডার মতো দলের গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল বাধা পার করেছিল দাপট দেখিয়ে। নকআউটে স্পেন ও পর্তুগালকে বিদায় করে ওয়ালিদ রেগরাগুইয়ের শিষ্যরা। সেমিফাইনালে শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয়।

অন্যদিকে ব্রাজিল গ্রুপ পর্বে দুই জয় ও এক হারে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছিল। শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে জিতলেও কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় টাইব্রেকারে।

বিশ্বমঞ্চে আরেকবার হৃদয় ভাঙার পর প্রথমবার মাঠে নামছে ব্রাজিল। অন্যদিকে রূপকথার গল্প লেখার পর এই প্রথম মরক্কানদের পায়ে দেখা যাবে ফুটবল। ঘরের মাঠে তারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানাবে। প্রীতি ম্যাচ হলেও জেতার জন্য মুখিয়ে মরক্কো। কোচ রেগরাগুই বললেন, ব্রাজিলকে হারাতে পারা হবে তাদের জাতীয় গর্বের জন্য দারুণ ব্যাপার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।