টুইটারের ব্লু সাবস্ক্রিপশন এখন উন্মুক্ত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:১৯, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

টুইটারের ব্লু সাবস্ক্রিপশন এখন উন্মুক্ত

newsup
প্রকাশিত মার্চ ২৫, ২০২৩
টুইটারের ব্লু সাবস্ক্রিপশন এখন উন্মুক্ত

ডেস্ক নিউজ: ব্যবহারকারীদের জন্য ১১ ডলার) দিয়ে চালু করে নেওয়া যাবে টুইটারের এই বিশেষ ব্যাজটি। এটি অর্জন করলে ৪ হাজার অক্ষরের টুইট করা যাবে। সেইসঙ্গে রিপ্লাইতে উচ্চতর র‌্যাংকিং, পোস্ট এডিটিংসহ আরও সুবিধা পাওয়া যাবে।

এনগেজেট জানায়, টুইটার আবেদন নেওয়া শুরু করেছে। এখন যাচাই করা হচ্ছে ব্যবহারকারীর সরকা আইডি কার্ড অথবা প্রকৃত ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে। সেখানে তাদের কাজ এবং পদবীও উল্লেখ করতে হচ্ছে। অপরদিকে ব্যবসায়ীরা গোল্ড চেকমার্কের জন্য আবেদন করতে পারছেন।

নতুন ‘টুইটার ব্লু’ চালু হয় নভেম্বর থেকে। তবে চালুর পর থেকেই নানারকম সমস্যার সম্মুখীন হয়। যেহেতু ‘পেইড ব্যবহারকারী’ আর ‘লিগ্যাসি ভেরিফায়েড’ ব্যবহারকারীদর চিহ্ন দেখতে একই রকম। এই সুযোগটি নিয়ে অনেকেই বিখ্যাত ব্যক্তিদের নিয়ে অপপ্রচার করে। এর পরে টুইটার সেগুলো বাতিল করে ডিসেম্বরে গোল্ড এবং গ্রে চেকমার্ক চালু করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।