ডেস্ক নিউজ: হাভিয়ের কাবরেরার অধীনে গত বছর মাত্র একটি ম্যাচ জিততে পেরেছিল বাংলাদেশ। বাকিগুলোতে আশা অনুরূপ ফল হয়নি। এবার বছরের শুরুর ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজ দল। সেশেলসের বিপক্ষে প্রথম ফিফা প্রীতি ম্যাচে জয়ের পর এখন দ্বিতীয়টিতেও একই লক্ষ্য। তবে কাজটি সহজ হবে না তা সহজেই অনুমেয়। সেশেলস চাইবে প্রতিশোধ নিয়ে দেশে ফিরে যেতে, চাইবে ঝাঁপিয়ে পড়তে। তবে স্বাগতিকরা সেই ঝড় প্রতিহত করতে প্রস্তুত।
৩৭ বছর বয়সী কাবরেরা এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক আছেন। কোনোভাবেই পা হড়কালে চলবে না। সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল পৌঁনে চারটার ম্যাচটিতে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল। কাবরেরা তাই আগের ম্যাচ পর্যালোচনা করে বলেছেন, ‘সেশেলসের বিপক্ষে প্রথম ম্যাচে যে বিষয়গুলো ঠিকঠাক হয়নি, সেগুলো ঠিক করার চেষ্টা করছি, যেগুলো আমরা দ্বিতীয় ম্যাচের শুরু থেকে করতে পারি। প্রথম জয়ে ইতিবাচক এবং সুখের অনুভূতি আছে, কিন্তু আমাদের যে লক্ষ্য, সেটা পুরোপুরি অর্জন হয়নি এবং এটি নিয়ে দলের সবাই সতর্ক।’
সেশেলসের বিপক্ষে দুটি ম্যাচেই জয়ের লক্ষ্য তা আবারও মনে করিয়ে দিলেন স্প্যানশি কোচ, ‘দুটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে আমরা সিলেটে এসেছি এবং সেটা পূরণের মাঝপথে আছি। গত সেপ্টেম্বরে আমরা দেশের জন্য জিততে চেয়েছিলাম। প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে জিতলাম, কিন্তু দ্বিতীয়টিতে হেরে গেলাম। তো আমরা একই ভুল করতে চাই না এবং সবাই এ বিষয়ে সতর্ক। সবাই জানে আগের ম্যাচের মতো এ ম্যাচে আমাদের ভুগতে হবে। তবে জয়ের আত্মবিশ্বাস আছে সবার মধ্যে।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।