ধর্মঘটে স্থবির জার্মানির পরিবহন খাত - BANGLANEWSUS.COM
  • ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ধর্মঘটে স্থবির জার্মানির পরিবহন খাত

newsup
প্রকাশিত মার্চ ২৭, ২০২৩
ধর্মঘটে স্থবির জার্মানির পরিবহন খাত

লন্ডন প্রতিনিধি: জার্মানির বিমানবন্দর অ্যাসোসিয়েশন বলছে, প্রায় ৩ লাখ ৮০ হাজার বিমান যাত্রী ধর্মঘটের কারণে বিপদে পড়েছেন। ছবি: রয়টার্স
ধর্মঘটের কারণে প্রায় স্থবির হয়ে পড়েছে জার্মানির পরিবহন খাত। বিমানবন্দর, নৌবন্দর, রেলওয়ে, বাস এবং পাতাল রেলের কর্মীরা মধ্যরাতের পর পর ২৪ ঘণ্টার জন্য ধর্মঘট শুরু করে।

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলায় উচ্চ মজুরির দাবিতে এই ধর্মঘটের ডাক দেয় জার্মানির বৃহত্তম দুটি ইউনিয়ন। সম্প্রতি তাদের সঙ্গে সংহতি জানায় অন্যান্য সরকারি কর্মচারীরা।

ধর্মঘটের ফলে জার্মানির জাতীয় রেল অপারেটর ডয়েচে বাহনের পরিচালিত কমিউটার এবং আঞ্চলিক ট্রেনগুলোর যাত্রীরা বিপাকে পড়েছেন। সাত রাজ্যে থমকে আছে ট্রাম, বাসসহ স্থানীয় পরিবহন পরিষেবা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।