যুক্তরাষ্ট্র অফিস: চীন ও রাশিয়ার সঙ্গে উত্তেজনা তীব্র হওয়ার কারণে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান প্রশান্ত মহাসাগর ও ইউরোপে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এগুলোর স্থলে মধ্যপ্রাচ্যে পুরনো এ-১০ মডেলের যুদ্ধবিমান মোতায়েন করতে যাচ্ছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এপ্রিলে এই পরিবর্তন আনা হতে পারে। মার্কিন কর্মকর্তাদের মতে, মধ্যপ্রাচ্যে নৌ ও স্থলবাহিনী পরিমিত করার বৃহত্তর পরিকল্পনার অংশ এই পরিবর্তন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, বৈশ্বিক বিমানবাহিনীর ব্যবস্থাপনা জটিল ও গতিশীল। আমাদের বাহিনী ও জাতীয় নিরাপত্তা স্বার্থের ওপর হুমকি বিবেচনায় প্রতিরক্ষামন্ত্রী সিদ্ধান্ত নেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।