মার্কিন উদ্বেগ সত্ত্বেও চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে সৌদি আরব - BANGLANEWSUS.COM
  • ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

মার্কিন উদ্বেগ সত্ত্বেও চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে সৌদি আরব

newsup
প্রকাশিত মার্চ ২৯, ২০২৩
মার্কিন উদ্বেগ সত্ত্বেও চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও চীনের সঙ্গে দীর্ঘমেয়াদে অংশীদারত্ব ও সম্পর্ক গড়ে তুলছে সৌদি আরব। বুধবার দেশটির মন্ত্রিসভা সাংহাই সহযোগিতা সংস্থায় (এসসিও) যোগদানের সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলেছে, এসসিও-এর সংলাপ অংশীদার হতে একটি সমঝোতা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

চীন, ভারত ও রাশিয়াসহ ইউরেশিয়া অঞ্চলের একাধিক দেশের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সংস্থা হলো এসসিও।

রাশিয়া, চীন ও মধ্য এশিয়ার কয়েকটি সাবেক সোভিয়েত দেশ ২০০১ সালে এই সংস্থাটি গঠন করে। এতে পরে যোগ দিয়েছে ভারত ও পাকিস্তান। গত বছর ইরানও পূর্ণ সদস্য হওয়ার নথিতে স্বাক্ষর করেছে।

সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রিয়াদ সফরের সময় এসসিওতে সৌদি আরবের যোগদানের বিষয়ে আলোচনা হয়। গত বছর ডিসেম্বরে এই সফর অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।