যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য কেনটাকি’তে মার্কিন সেনাবাহিনীর দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। বুধবার মার্কিন সামরিক বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। কেনটাকির গভর্নরের বরাতে বৃহস্পতিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বিধ্বস্ত হেলিকপ্টার দুটিতে ক্রু সংখ্যা এবং আহত বা নিহতের কোনও তথ্য এখনও জানায়নি কর্তৃপক্ষ।
রাজ্যটির গভর্নর অ্যান্ডি বেশার টুইটারে এক পোস্টে বলেন, ‘ফোর্ট ক্যাম্পবেল থেকে হেলিকপ্টার বিধ্বস্তের খবর পেয়েছি। দুর্ঘটনাটিতে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।’
তিনি আরও জানান, স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে সহায়তার জন্য উপস্থিত রয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।