রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:২০, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

newsup
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৩
রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

লন্ডন অফিস:
রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে বাংলাদেশের গৌরবোজ্জল স্বাধীনতার ৫২ তম বার্ষিকী ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের স্থাানীয় একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুল হান্নান তরফদার।

সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল ইসলাম দুদুর পরিচালনায় শুরুতেই শাহ চেরাগ আলী পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, তারাউল ইসলাম, রুহুল ইসলাম রুলু, আবদুস সালাম, নজরুল ইসলাম কয়েছ, আবু সিদ্দেক, জাকির খান, খয়রুল ইসলাম, দেলওয়ার হোসেন, জাকির হোসেন জিতু, ওয়ারিছ আলি, হাজী সেলিম, শাওন রহমান, নজরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ২৬ শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা। এ দিনে বিশ্ব ব্যাপী ছডিয়ে থাকা বাঙ্গালী জাতি স্মরণ করে বীর শহীদদের। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়া এক রক্তাক্ত ইতিহাস। পাকিস্তানের শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয়া বাঙালি জাতির জীবনে অনন্য একটি দিন। স্বাধীনতা যুদ্ধে রাজনগর এলাকার মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সভায় ১৯৯৮ সাল থেকে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের স্থানীয় রাজনগর এলাকায় আর্তমানবতার সেবায় বিভিন্ন রকম কার্যক্রমের বিষদ বিবরণ দেন সংশ্লিষ্টরা। সভায় জানানো হয়, এ বছর রাজনগর এলাকার ২০ টি স্কুল ও মাদ্রাসার স্থানীয় ছাত্র-ছাত্রীদের বিনামূল্যো চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবার উদ্যোগের পাশাপাশি গ্রামের মেয়েদের বয়ঃসন্ধিকালে বিভিন্ন রকম স্বাস্থ্য সচেতনতা তৈরী করারও উদ্যোগ নেওয়া হয়। এসময় সভায় আগত সবাই। এ রকম মহতি উদ্যোগকে নিয়মিত করে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিয়মিত এ ধরনের কার্যক্রম করার অহ্বান জানান। ইফতার পূর্ব দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন মওলানা ইমাম সৈয়দ ইব্রাহিম। সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।