ডেস্ক নিউজ: স্মার্ট ইকোনমি স্মার্ট বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হবে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট ইকোনমির মূল মেরুদণ্ড হবে আমাদের স্মার্ট উদ্যোক্তারা।
বুধবার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে আয়োজিত ‘স্মার্ট অ্যান্টারপ্রিনিউর: স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। আইসিটি বিভাগ ও আইডিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশে বর্তমানে ২ হাজার ৫০০ র্স্টার্টআপ রয়েছে। যারা ১৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে। আমাদের লক্ষ্য আগামী ২০২৫ সালের মধ্যে দেশের আইটি সেক্টরে আরও ৫ হাজার স্টার্টআপ বাড়ানো হবে। এর মাধ্যমে ৩০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ২০৪১ সালের মধ্যে এ সেবা খাত থেকে জিডিপিতে অবদান দাঁড়াবে ২০ শতাংশ।’
প্রতিমন্ত্রী বলেন, ‘উদ্যোক্তা তৈরিতে আমরা পুঁজি, প্রযুক্তি ও প্রশিক্ষণ– এই তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। চমৎকার বিজনেস মডেল, ভ্যায়াবল প্রোডাক্টের উদ্যোক্তাতাদের আইসিটি বিভাগ থেকে এক লাখ থেকে ১০ লাখ পর্যন্ত অফেরৎযোগ্য ফান্ড দেওয়া হবে।’
স্মার্ট উদ্যোক্তারা ঝুঁকি নেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা জাতিগতভাবে সাহসী, উদ্ভাবনী, সৃজনশীল, পরিশ্রমী মেধাবী এবং ঝুঁকি নিতে ভয় করি না।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।