বাফেলো ঈদ মেলা ১৫ ও ১৬ এপ্রিল
১৪ এপ্রি ২০২৩, ০২:৫৬ পূর্বাহ্ণ

বাফেলো থেকে আবু জাহাংগীর :
প্রতিবছরের ন্যায় এবারের ঈদুল ফিতর উপলক্ষে ঈদ মেলার আয়োজন করেছেন বাফেলোর নারী উদ্যোক্তারা । জানা গেছে মেলাকে ঘিরে বাফেলো শহরে বইছে অন্যরকম এক আবহ । ইতিমধ্যেই নারী উদ্যোক্তারা অনলাইনে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন । করেছেন প্রেস ব্রিফিং । জানা যায়, বাফেলো শহরের ৩০০৬ বেইলি এভিনিউ বাফলো ১৪২১৫ ঠিকানায় আগামী ১৫ ও ১৬ এপ্রিল ২০২৩ দুইদিন ব্যাপী ঈদ মেলা অনুষ্ঠিত হবে । সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এই ঈদ মেলায় ৫০ টি স্টল থাকার কথা রয়েছে । জুহা ফ্যাশনের সতবাধীকারী মাসুমা ফেরদৌসী রুমকি জানান, বাংলাদেশী ইন্ডিয়ান ও পাকিস্তানী নানা রংয়ের নিত্যনতুন ফ্যাশনের পরিবারের ছোট বড় সকলের জন্য ঈদ কোনকাটা করতে পারবেন যে কেউ এই ঈদ মেলায় । স্বল্প মুল্যে ভালো ও উন্নতমানের কাপড়ের বিশাল সমাহার থাকবে মেলায় ।