সাজা স্থগিতের আবেদন খারিজ, বিপাকে রাহুল গান্ধী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:২০, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সাজা স্থগিতের আবেদন খারিজ, বিপাকে রাহুল গান্ধী

newsup
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৩
সাজা স্থগিতের আবেদন খারিজ, বিপাকে রাহুল গান্ধী

ইন্টারন্যাশনাল ডেস্ক: মানহানি’র মামলায় সাজা স্থগিতের জন্য করা ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার সুরাট দায়রা আদালত তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছে। এখন তার সামনে হাইকোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই।

আদালতের এই রায়ের পর রাহুল গান্ধী আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সব আপিলের সুরাহা না হওয়া পর্যন্ত তাকে গ্রেফতার করা হবে না।

বৃহস্পতিবার সুরাট দায়রা আদালত নিম্ন আদালতের সাজা স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছে।

২৩ মার্চ সুরাটের সিজেএম আদালত ‘মোদি উপাধি’ সম্পর্কে ২০১৯ সালে করা মন্তব্যের জেরে মানহানি মামলায় রাহুলকে ৫০৪ ধারার অধীনে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে রায় কার্যকর করতে ৩০ দিনের সময় বেঁধে দেয় আদালত। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় কর্ণাটকের কোলারে একটি সমাবেশে রাহুল গান্ধী বলেছিলেন, ‘সব চোরেদের পদবী কীভাবে মোদি হতে পারে?’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।