ডেস্ক নিউজঃ পবিত্র মাহে রমজানের শেষ দিনে পশ্চিমাকাশে শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে উত্তর আমেরিকায় আগামী ২১ অথবা ২২ এপ্রিল উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। বিশ্বের যেকোন স্থানে মুসলমানরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করেন এবং চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করেন। গত ২৩ মার্চ থেকে শুরু হয়েছিল পবিত্র মাহে রমজান। এবার যুক্তরাষ্ট্রের প্রায় তিন হাজার মসজিদে আয়োজন করা হচ্ছে একাধিক ঈদের জামাত। আবার অনেক মসজিদের উদ্যোগে খোলা মাঠেও ঈদের নামাজ আদায় করা হবে। ধনী দরিদ্র নির্বিশেষে সাধ্যমতো সবধরণের চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটিতে ইতোমধ্যেই বেশ সাড়া পড়ে গেছে। মুসলিম অধ্যুষিত এলাকার দোকানপাট এবং মসজিদগুলোতে পরিলক্ষিত হচ্ছে ঈদের আমেজ। ফ্যাশন শপগুলোতে উপহার সামগ্রী কেনাকাটা বেড়েছে। সবকিছু মিলিয়ে প্রস্তুতি চলছে ঈদের আনন্দ উপভোগ করার।
বিভিন্ন মসজিদে ঈদের জামাতের সময় সূচীঃ
**জ্যামাইকা মুসলিম সেন্টার (৮৫-৩৭, ১৬৮ স্ট্রীট জ্যামাইকা)ঃ শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের জামাত ২১ এপ্রিল শুক্রবার অথবা ২২ এপ্রিল শনিবার সকাল ৯টায় জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অতীতের মত এবারও খোলা আকাশের নিচে টমাস এডিসন হাইস্কুল পার্কে (১৬৮ এবং ৮৪ এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) বিশাল ঈদের জামাত আয়োজন করা হবে। মুসল্লিদের জায়নামাজ সাথে নিয়ে আসার জন্য জেএমসি কতৃর্পক্ষ আহবান জানিয়েছেন। জামাতের স্থানে পার্কিং এর বিশেষ ব্যবস্থা রয়েছে। প্রতিকূল আবহাওয়ায় জ্যামাইকা মুসলিম সেন্টারের মূল ভবনে সকাল সাড়ে ৮টায়, ৯টায় এবং ১০টায় মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি আফতাব মান্নান। মহিলাদের নামাজের ব্যবস্থা থাকবে। যোগাযোগঃ ৭১৮-৭৩৯-৩১৮২।
**আরাফা ইসলামিক সেন্টার (১৮১-১৪হিলসাইড এভিন্যু, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩২)ঃ শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের জামাত ২১ এপ্রিল শুক্রবার অথবা ২২ এপ্রিল শনিবার অথবা মসজিদ আল আরাফার উদ্যোগে সুসান বি এন্থনী স্কুলের (আই্ এস -২৩৮, ৮৮-১৫, ১৮২ স্ট্রিট, জ্যামাইকা নিউইয়র্ক-১১৪৩২, এফ ট্রেন এর লাস্ট স্টপ এর পার্শ্বে) মাঠে বিশাল একটি ঈদ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে মসজিদে ৪টি জামাত যথাক্রমে সকাল ৭-৩০টা, ৮-৩০টা, ৯-৩০টা এবং ১০-৩০টায় অনুষ্ঠিত হবে। মুসল্লিদের নিজস্ব জায়নামাজ সাথে আনতে হবে। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে বলে জানান মসজিদের সেক্রেটারি তরিকুল ইসলাম।
**দারুস সালাম মসজিদ (১৪৮-১৬, ৮৭ রোড, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩৫)ঃ চাঁদ দেখা সাপেক্ষে ২১ এপ্রিল শুক্রবার বা ২২ এপ্রিল শনিবার জ্যামাইকা দারুস সালাম মসজিদ ভবনে ঈদের ৪টি জামাত যথাক্রমে সকাল ৭-৩০টা, ৮-৩০টা, ৯-৩০টা এবং ১০-৩০টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ছাড়া প্রত্যেক জামাতে মহিলাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ফোনঃ ৭১৮-৫৫৮-৬১১১।
আমেরিকান মুসলিম সেন্টার (এএমসি):- ঈদুল ফিতরের তিনটি ঈদের জামাত করা হয়েছে। বিশেষ জামাত অনুষ্ঠিত হবে মসজিদে সকাল সাড়ে ৬টায়। এছাড়াও স্থানীয় রুফজ কিং পার্কে (১৫০-২৯ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক ১১৪৩৫) দু’টি জামাত হবে যথাক্রমে সকাল ৯-৩০টায়, ৩য় জামাত-১০-৩০টায় । মাঠে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা থাকবে। জামাতে শরীক থাকবেন কমিউনিটির স্বনামধন্য উলামায়ে কেরাম এবং কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ। বিগত কয়েক বছর ধরে অনুষ্ঠিত এই ঈদের জামাত নিউইয়র্কের অন্যতম বৃহৎ ঈদ জামাত।
**মসজিদ মিশন সেন্টার (হাজী ক্যাম্প মসজিদ-৮৭-২৬, ১৭৫ স্ট্রিট, জ্যামাইকা)ঃ মসজিদ মিশন সেন্টারের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, ২য় জামাত ৮টায়, ৩য়
**আল আমিন জামে মসজিদ (এস্টোরিয়া)ঃ এস্টোরিয়া আল আমিন জামে মসজিদ উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের ১টি জামাত হবে। ৩৬ স্ট্রিটে এই জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদের ভেতরে ৩টি জামাত ৭:০০টা, ৮:০০টা ও ৯:০০টায় অনুষ্ঠিত হবে। মসজিদের পক্ষ থেকে বলা হয়েছে, নামাজে অংশগ্রহণকারীদের জায়নামাজ সাথে নিয়ে আসতে হবে।
**ইষ্ট এলমহার্ষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার (৯৫-০১ ২৪ এভিনিউ, ইষ্ট এলমহার্ষ্ট, নিউইয়র্ক ১১৩৬৯): চাঁদ দেখা সাপেক্ষে ২১ বা ২২ এপ্রিল ইষ্ট এলমহার্ষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার এর উদ্যোগে ১টি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এটি হবে পিএস-১২৭ স্কুল প্লে-গ্রাউন্ডে। তবে বৃষ্টি হলে মসজিদের ভেতরে ২টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮:০০টায় এবং সকাল ৯:০০টায়।
**জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টারঃ
জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টারের উদ্যোগে ঈদের ৫টি জামাত হবে। জামাত অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ২য় জামাত-৮টায়, ৩য় জামাত-৯টায়, ৪র্থ জামাত-১০টায় এবং ৫ম জামাত সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
** বায়তুল জান্নাহ জামে মসজিদ: উডসাইডের বায়তুল জান্নাহ জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে দুটি। ৬২ স্ট্রিট এর খোলা রাস্তায় বিশেষ ব্যবস্থায় ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:০০টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯:০০টায়।
**আল ফরুকান মসজিদ: ওজনপার্কের আল ফরুকান মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে ৭৭ এ্যান্ড গ্ল্যানেমার এভিনিউ, ওজনপার্কে নামাজের ব্যবস্থা করা হয়েছে। দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৮:০০টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯:০০টায়। বৃষ্টি হলে মসজিদে নামাজের ব্যবস্থা রেখেছি। বৃষ্টি হলে চারটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৮:০০টা, দ্বিতীয় জামাত ৮:৩০, তৃতীয় জামাত সকাল ৯:০০টা, চতুর্থ জামাত সকাল ৯:৩০ এ অনুষ্ঠিত হবে।
**আল কুবা ইসলামিক সেন্টার: আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে সাউথ জ্যামাইকারপিএস ৫০ স্কুলের মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সকাল : ৮:০০টায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
** রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার: রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার ইনকের উদ্যোগে জ্যামাইকার মারকোনি পার্কে পিএস-৪৮-এ সকাল ৮:৩০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এটি ১৫৭ স্ট্রিট এবং ১০৮ অ্যাভিনিউয়ে। জামাত পরিচালনা করবেন রিয়াজুল জান্নাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম।
** বায়তুল জান্নাহ জামে মসজিদ: ব্রুকলিনে বায়তুল জান্নাহ জামে মসজিদ অ্যান্ড মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে ব্রুকলিনের ৫৬৯ মাকডোনাল্ড অ্যাভিনিউ সিটিতে খোলা রাস্তায় সকাল ৯:০০টায় ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টি হলে ঈদের জামাত হবে পরপর ছয়টি। এ ক্ষেত্রে নামাজ শুরু হবে সকাল ৬:৩০টায়।
**বাংলাবাজার জামে মসজিদ: ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগেখোলা আকাশের নিচে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এটি হবে পিএস ১০৬ স্কুলের প্লে গ্রাউন্ডে। নামাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৮:৩০টায়। ওজন পার্কের বড় জামাত অনুষ্ঠিত হবে আল আমান মসজিদে। এছাড়াও ওজনপার্কের ফুলতলী জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটসে আলনূর ইসলামিক সেন্টার, আল নূর ইসলমিক সেন্টার শরীয়া বোর্ড নিউইয়ক, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, বাংলা বাজার জামে মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, মোহাম্মদী সেন্টার,দারুস সালাম, দারুল উলম, ইকনা মসজিদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।