বড়শি দিয়ে মাছ ধরেন অনন্ত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:০৭, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বড়শি দিয়ে মাছ ধরেন অনন্ত

newsup
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৩
বড়শি দিয়ে মাছ ধরেন অনন্ত

ডেস্ক নিউজ: অভিনয়ের জন্য অনন্ত জলিল সাহেবের ‘চল্লিশ’ লাখ টাকা নেয়ার দাবি সম্বলিত ছবি ‘কিল হিম’! পুলিশের ঈগল গ্রুপের এক কমান্ডো (?) প্রিন্স ওরফে সালমান চৌধুরীর এক ‘অনন্ত’ মারপিটের গল্প ‘কিল হিম’! নেশা ও মাদকের বিরুদ্ধে একাকী একজনের কথিত অভিযানের ছবি ‘কিল হিম’! পুলিশি গল্পের ফর্মুলা ছবির মধ্যে এক চিমটি সায়েন্স ফিকশন এর ছোঁয়া ‘কিল হিম’! ‘দুষ্টের দমন’ এর নামে বহুল প্রচলিত সন্ত্রাস ও মারদাঙ্গাকে ‘গ্ল্যামারাইজ’ করার এক ছবি ‘কিল হিম’! নয়টি ছবির প্রযোজক এমডি ইকবাল পরিচালিত প্রথম ছবি ‘কিল হিম’! জলিল ঘরানার বাইরে অনন্ত ও বর্ষা অভিনীত এক ছবি ‘কিল হিম’

ছবির শুরুতেই দেখা যায় উবার চালায় প্রিন্স নামের একজন। তার গাড়ির ‘মাজেজা’ আছে। কেউ মাদক নিয়ে গাড়িতে উঠলে সেটি স্টার্ট নেয় না। ঢাকার রাস্তায় ‘বাহনের অ্যাপস’ উবারে এমন আছে কি না জানি না, তবে প্রিন্সের গাড়ি বিএমডব্লিউ ব্রান্ডের! হয়তো সে কারণেই আপাতঃ দৃষ্টিতে একজন গর্ভবতী নারী গাড়িতে উঠলে স্টার্ট নেয় না! যাই হোক গাড়ির এমন মাজেজার কারণেই হয়তো প্রিন্স জানতে পারে মেয়েটি আসলে গর্ভবতী নয়। সে মাদক পরিবহনের সাথে যুক্ত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।