কোটা পূরণ না হলেও হজ নিবন্ধনের সময় বাড়বে না - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:০৪, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কোটা পূরণ না হলেও হজ নিবন্ধনের সময় বাড়বে না

newsup
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৩
কোটা পূরণ না হলেও হজ নিবন্ধনের সময় বাড়বে না

ডেস্ক নিউজ: কোটা পূরণ না হলেও হজ নিবন্ধনের সুযোগ আর বাড়বে না। এ ছাড়া হজ প্যাকেজের খরচ কমানোও সম্ভব নয়। আগামী ২১ মে হজের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে।’

বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে ‘ই-হজ বিডি’ নামক মোবাইল অ্যাপ উদ্বোধন এবং হজ ও ওমরা সহায়িকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান এসব তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

প্রতিমন্ত্রী বলেন, হজের তিন হাজার কোটা ফাঁকা রেখেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোটা ফাঁকা থাকা কোনও সমস্যা নয়। ৯ দফা সময় বাড়িয়ে গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) শেষ হয়েছে হজ নিবন্ধন। এখন হাতে আর কোনও সময় নেই। তাই কোটা পূরণ না হলেও এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না।

ফরিদুল হক খান বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দার প্রভাব মুসলিম দেশগুলোর ওপর পড়েছে। ফলে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত থেকেও হজযাত্রী যাওয়ার সংখ্যা কমে গেছে। সে ক্ষেত্রে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা অন্যান্য দেশের চেয়ে ভালো। তারপরও বাংলাদেশের মানুষের আর্থিক সক্ষমতা ভালো হওয়ায় ১ লাখ ২০ হাজারের মতো হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।