ইন্টারন্যাশনাল ডেস্ক: একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করে মোট ৯০ লাখ ডলারের স্কলারশিপের প্রস্তাব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ১৬ বছরের ডেনিস বার্নেস। লুইজিয়ানা অঙ্গরাজ্যের ইন্টারন্যাশনাল হাই স্কুল অব নিউ অরলিন্সের শেষ বর্ষের ছাত্র তিনি।
গত বছরের আগস্টে প্রায় ২০০ টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন তিনি। এর মধ্যে ১২৫ টি বিশ্ববিদ্যালয়ই তার আবেদন মঞ্জুর করে। তবে আরও কিছু বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পর ভর্তি হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।
বিপুল এই স্কলারশিপের মাধ্যমে শিগগিরই নতুন একটি জাতীয় রেকর্ড তৈরির আশা ডেনিসের। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘১ কোটি ডলার স্কলারশিপ অর্জনের মাধ্যমে একটি মাইলফলক সৃষ্টির লক্ষ্য স্থির করেছি।’
তিন বছর আগে ১৪০ টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৯৪ লাখ ডলার স্কলারশিপের প্রস্তাব পেয়ে রেকর্ড সৃষ্টি করেছিলেন একই অঙ্গরাজ্যের আরেক শিক্ষার্থী নরম্যান্ডি করমিয়ার। বর্তমানে তিনি লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত রয়েছেন।
লক্ষ্য অর্জনে সফল হলে নরম্যান্ডির এই রেকর্ড ভেঙে ফেলবেন ডেনিস। একই সঙ্গে কম্পিউটার সায়েন্স ও ক্রিমিনাল জাস্টিস নিয়ে লেখাপড়া করে দ্বৈত ডিগ্রি অর্জনের পরিকল্পনা করছেন তিনি। ভালো জিপিএ ছাড়াও স্প্যানিশ ভাষায় দক্ষতা আছে তার।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।