ব্রিটেনের দাবি: চীন তাইওয়ানে আক্রমণ করলে বিশ্ব বাণিজ্যে ধস নামবে
২৭ এপ্রি ২০২৩, ০১:৪৬ অপরাহ্ণ

লন্ডন প্রতিনিধি: তাইওয়ানে চীনা আগ্রাসন শুরু হলে বিশ্ব বাণিজ্যে ধস নামবে এবং বৈশ্বিক অর্থনীতির অনিবার্য এই বিপর্যয় থেকে কোনও দেশ রক্ষা পাবে না। বেইজিংয়ের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক-বিষয়ক এক বক্তব্যে এসব বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। এক্ষেত্রে দূরত্ব কোনও সুরক্ষা দেবে না বলেও উল্লেখ করেছেন তিনি।
ক্লেভারলির এই বক্তব্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এক বিবৃতিতে ম্যাক্রোঁ বলেছিলেন, তাইওয়ান নিয়ে সংকটের তীব্রতা বাড়াতে আগ্রহ নেই ইউরোপের। যুক্তরাষ্ট্র ও চীনের নীতির বাইরে গিয়ে তাইওয়ান ইস্যুতে স্বাধীন অবস্থান গ্রহণ করতে ইউরোপকে আহ্বান জানান তিনি।
তার এমন আহ্বানের পরিপ্রেক্ষিতে ক্লেভারলি বলেন, ‘তাইওয়ানে যুদ্ধ শুরু হলে তার প্রতিক্রিয়া থেকে কোনও দেশই রক্ষা পাবে না।’
চলমান স্থিতাবস্থা পরিবর্তনে কোনও পক্ষকে একপাক্ষিক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান ব্রিটিশমন্ত্রী। তাইওয়ান ইস্যুতে যুক্তরাজ্যের প্রাসঙ্গিকতাকে জোর দিয়ে তিনি বলেন, ‘বিশ্বের প্রায় অর্ধেক কন্টেইনার জাহাজ প্রতি বছর তাইওয়ান প্রণালী দিয়ে যাতায়াত করে। এসব পণ্য শুধু ইউরোপ নয়, বিশ্বের প্রায় প্রতিটি দেশে সরবরাহ করা হয়। এছাড়া উন্নত সেমিকন্ডাক্টার উৎপাদন ও বিশ্বব্যাপী সরবরাহ করে তাইওয়ান।’