গাছের বয়স ২ হাজার বছর - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:২২, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

গাছের বয়স ২ হাজার বছর

newsup
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৩
গাছের বয়স ২ হাজার বছর

ডেস্ক নিউজ: প্রকৃতি বরাবরই নিগূঢ় ও বর্ণোজ্জ্বল। প্রকৃতির কিছু অসাধারণ রহস্য আছে, যেগুলো মানব-মস্তিষ্কের কাছে দুর্বোধ্য। প্রকৃতির অন্যতম সেরা নিহিত রহস্য বলা যায় ‘জেনারেল শেরম্যান’। নামটা কখনও শুনেছেন? কোনও মানুষের নাম নয় কিন্তু।

জেনারেল শেরম্যান হলো পৃথিবী গ্রহের সবচেয়ে বৃহৎ জীবিত বৃক্ষের নাম। এর বয়স প্রায় দুই হাজার বছর। এটি ২৭৪ দশমিক ৯ ফুট লম্বা। শুধু তাই নয়, পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে বৃহত্তম জীব মনে করা হয় এই বৃক্ষকে। যদিও এ নিয়ে তর্ক হতে পারে।

জেনারেল শেরম্যান সম্পর্কে আরও কিছু তথ্য জানা যাক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের টুলারি কাউন্টিতে সেকোইয়া ন্যাশনাল পার্কের জায়ান্ট ফরেস্টে দেখা যায় লালচে বৃক্ষটি। এর ব্যাস ২৫ ফুট ও মোট আয়তন ৫২ হাজার ৫০০ ঘনফুট। পাহাড়ি বনভূমির সুরক্ষায় ৪ লাখ ৪ হাজার ৬৪ একর জায়গা জুড়ে ১৮৯০ সালের ২৫ সেপ্টেম্বর উদ্যানটি গড়ে তোলা হয়।

এবার বলা যাক গাছটির ইতিহাস। ১৮৭৯ সালে আমেরিকান গৃহযুদ্ধের জেনারেল উইলিয়াম টিকামসা শেরম্যানের নামে এর নামকরণ হয়। এর সাত বছর পর পুরো এলাকাটি ভাববাদী সমাজতান্ত্রিক গোষ্ঠী কাওয়েয়া কলোনির নিয়ন্ত্রণে আসার পর বদলানো হয় গাছের নাম। এবার জার্মান দার্শনিক ও সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের নামে এর নামকরণ হয়। ১৮৯২ সালে ওই সম্প্রদায় বিলীন হওয়ার পর গাছটি পুরনো নাম ফিরে পায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।