জমে উঠলো পিচিচি ট্রফির লড়াই - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:২৭, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

জমে উঠলো পিচিচি ট্রফির লড়াই

newsup
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৩
জমে উঠলো পিচিচি ট্রফির লড়াই

স্পোর্টস ডেস্ক: গত মৌসুমে একক আধিপত্য বিস্তার করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতেছিলেন করিম বেনজেমা। ২৭ গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড। এবার প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে তাকে। সবশেষ ম্যাচে তিন গোল করে সেই লড়াই তিনি জমিয়ে তুললেন।

শনিবার আলমেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে ফিরলেন বেনজেমা। পিচিচি ট্রফির দৌড়ে তিনি বার্সেলোনার রবার্ট লেভানডোভস্কির চেয়ে দুই গোল পেছনে।

২১ ম্যাচে এবার ১৭ গোল করেছেন বেনজেমা। শনিবার আলমেরিয়ার বিপক্ষে চলতি মৌসুমে লিগে দ্বিতীয় হ্যাটট্রিক করেন ফরাসি ফরোয়ার্ড। তার চেয়ে এক গোলে পিছিয়ে থেকে একই দিন পরে রিয়াল বেতিসের মুখোমুখি হন লেভানডোভস্কি। বার্সাকে ৪-০ তে জেতাতে পোলিশ স্ট্রাইকার ২৮তম ম্যাচে করেন ১৯তম লিগ গোল। তাতে জমজমাট পিচিচি ট্রফির লড়াই।

প্রথম মৌসুমেই লেভানডোভস্কি সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানি পাচ্ছেন। আর বেনজেমা টানা দ্বিতীয়বার এই স্বীকৃতি পাওয়ার লড়াইয়ে।

পিচিচি ট্রফির লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলোয়াড়ের মধ্যে কাঁধে কাঁধ রেখে লড়াই হলেও শিরোপার দৌড়ে দাপট বার্সেলোনার। ৩২ ম্যাচ শেষে রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।