লন্ডন প্রতিনিধি: পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে রুশ দূতাবাস পরিচালিত একটি স্কুল জব্দের প্রতিবাদে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা পোলিশ কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ডকে ১৯৬১-র ভিয়েনা কনভেনশের সুস্পষ্ট লংঘন ও পোল্যান্ডে রুশ দূতাবাসের সম্পত্তি জবর দখল হিসেবেই দেখছি।’
ওয়ারশতে রুশ দূতাবাসের পরিচালিত একটি স্কুল জব্দ করেছে পোল্যান্ড সরকার। স্থানীয় সময় (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার মধ্যে রুশ কূটনীতিক ও কর্মীদের স্কুল থেকে বেরিয়ে যেতে বলা হয় আদেশে। কিন্তু পোল্যান্ড দাবি করছে, স্কুল ভবনটি বেআইনিভাবে দখল করেছিল রাশিয়া।
রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, পোল্যান্ডের পুলিশ ও ওয়ারশ সিটি হলের কর্মীরা শনিবার সকালে ক্যাম্পাসে প্রবেশ করে। তখনই কর্মীদের প্রাঙ্গণ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।