নিউইয়রক অফিস :
নিউইয়রকে গত ২৮ এপ্রিল শুক্রবার থেকে বৃষ্টি পড়ছে । তা আজ ৩০ এপ্রিল রোববার পর্যন্ত বিরাজমান । টানা তিনদিনের বৃষ্টিতে নাকাল নগরবাসী । বৃষ্টির জন্য সাধারন নাগরিক জীবনে ধীরগতি দেখা দিয়েছে । শহরের ভেতরের ব্যস্ততা কমে গেছে অনেক । শনিবার রবিবার শহরের অফিস আদালত বন্ধ থাকায় এমনিতেই প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না ঘর থেকে । সেই সাথে টানা বৃষ্টি । আজ রবিবার বৃষ্টির পাশাপাশি মৃদু বাতাসও বইছে । ঈদ পরবর্তী এ বৃষ্টিতে ভিজে কেউ ঈদের দাওয়াত রাখছেন না । আগামীকাল সোমবার বা মংগলবার দিনক্ষণ ভালো হলে আবারো সব ব্যস্ততা বেরে যাবে বলে অনেকের অভিমত । এদিকে গত কদিনের বৃষ্টিতে শহরের বাংলাদেশী তথা সাউথ এশিয়ান এলাকা জ্যাকসন হাইটসের সাধারন ফুটপাত ব্যবসায়ীদের তেমন বিকিকিনি হয়নি বলে জানিয়েছেন এক ব্যবসায়ী । তেমনি অন্যান্য ব্যবসা প্রতিষঠানেও লোক সমাগম তেমন ছিল না ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।