ডেস্ক নিউজ: দেশের টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সুনীল আইজ্যাক নিয়োগ পেয়েছেন। টেলিযোগাযোগ খাতে ২৭ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন সুনীল ইডটকো বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের বিস্তৃতিতে নেতৃত্ব দেবেন। আরও বেশি টাওয়ার নির্মাণে ভূমিকা পালনের পাশাপাশি দেশের ডিজিটাল রূপান্তরে অবদান রাখবেন।
ইডটকো গ্রুপ’র গ্রুপ সিইও আদলান তাজুদিন বলেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে এদেশের ডিজিটাল রূপান্তরের অংশীদার হিসেবে থাকতে পেরে আমরা গর্বিত। সুনীল আইজ্যাকের এই নিয়োগ বিশ্বমানের টেলিযোগাযোগ অবকাঠামো সেবা প্রদান এবং প্রবৃদ্ধিসহ টেকসই উন্নয়নের জন্য অভিনব সমাধান উদ্ভাবনে আমাদের অঙ্গীকারকে আরও জোরদার করেছে।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।