ব্রিটে‌নে রাজতন্ত্রবি‌রোধী বি‌ক্ষোভ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:২৪, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ব্রিটে‌নে রাজতন্ত্রবি‌রোধী বি‌ক্ষোভ

newsup
প্রকাশিত মে ৮, ২০২৩
ব্রিটে‌নে রাজতন্ত্রবি‌রোধী বি‌ক্ষোভ

লন্ডন প্রতিনিধি: ব্রিটে‌নে স্থানীয় সরকার নির্বাচন ও যুক্তরাজ্যের রাজার অভিষেক অনুষ্ঠান প্রায় এক‌যো‌গে সম্পন্ন হলো। তীব্র অর্থনৈ‌তিক মন্দা ও জীবনযাপনের অসহনীয় ব্যয় বৃদ্ধির ম‌ধ্যে রাজার অ‌ভি‌ষে‌কের অনুষ্ঠান সম্পন্ন হলো। নতুন রাজার অ‌ভি‌ষে‌কে নতুনত্ব ছিল রাজতন্ত্রবিরোধী প্রতিবাদ আর প্রতিবাদকারী‌দের দমা‌তে পুলিশি গ্রেফতার।

দেশ‌টির স্থানীয় সরকারের ২৩০ কাউন্সিলের ৮০০০ কাউন্সিলর পদের জন্য নির্বাচন অনু‌ষ্ঠিত হলো গত ৪ মে। আগামী বছর অনু‌ষ্ঠেয় ব্রিটে‌নের জাতীয় সাধারণ নির্বাচনের আগে স্থানীয় সরকারের এ নির্বাচন ছিল একটা রিহার্সেল, এমন মত ব্রিটেনের রাজ‌নৈ‌তিক বি‌শ্লেষক‌দের।

বাংলা‌দে‌শের একসম‌য়ের ক‌মিউ‌নিস্ট পা‌র্টির নেতা নুরুর র‌হিম নোমান ব্রিটে‌নে বসবাস কর‌ছেন ক‌য়েক দশক ধ‌রে; পর্যবেক্ষণ কর‌ছেন ব্রিটে‌নের রাজনী‌তি। তি‌নি ব‌লেন, টোরি পার্টি আগামী সাধারণ নির্বাচন হারবে, সেটা অনেকটাই নিশ্চিত, তবে খুবই বাজেভাবে যেন ভরাডুবি না ঘটে, সেই মরিয়া চেষ্টায় প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।