শাকিবকে নিয়ে বিস্মিত বুবলী - BANGLANEWSUS.COM
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

শাকিবকে নিয়ে বিস্মিত বুবলী

newsup
প্রকাশিত মে ১০, ২০২৩
শাকিবকে নিয়ে বিস্মিত বুবলী

ডেস্ক নিউজ: বরাবরের মতো কিছু দিন চুপচাপ থাকার পর ফের ব্যক্তিজীবন নিয়ে সরব হলেন ঢালিউড তারকা শাকিব খান ও শবনম বুবলী। তাদের প্রেম-বিয়ে-সন্তান গ্রহণ নানা ইস্যু নিয়ে আলোচনা-সমালোচনার জোয়ার আসে কদিন পরপরই। আর সেই জোয়ারের পেছনে ভূমিকা রাখেন তারা নিজেরাই।

এবারও হলো না ব্যতিক্রম। মঙ্গলবার (৯ মে) একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে শাকিব স্পষ্ট ভাষায় জানালেন, বুবলী এখন তার জীবনের অতীত। তাদের একসঙ্গে আর কখনও দেখা যাবে না। সিনেমার পর্দায় তো না-ই, বাস্তবেও না।

এরপরই শাকিব-বুবলীর দাম্পত্য ইস্যু ফের নেটিজেনদের চর্চার খোরাক জোগানোর শুরু করেছে। সবার অপেক্ষা ছিল, শাকিবের এমন বিস্ফোরক মন্তব্যের পর বুবলীর প্রতিক্রিয়া জানার জন্য। রাতভর ভেবে বুধবার (১০ মে) সকালে কথার দুয়ার খুললেন বুবলী। শোনালেন সুখী দাম্পত্য আর বিস্ময়ের গল্প!হ্যাঁ, শাকিবের মন্তব্যের ঠিক বিপরীত গল্পই শোনালেন বুবলী। তার মতে, দুজনের সম্পর্ক দারুণ চলছে। বুবলী বললেন, ‘আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদসহ (তাদের একমাত্র পুত্র) একসঙ্গে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসঙ্গে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি। শেহজাদ ছাড়াও কয়েক দিন আগেও আমরা এই ঈদ এবং ঈদের পরে একসঙ্গে থেকেছি, টাইম স্পেন্ড করেছি।’

এমন সুন্দর সময়ের মধ্যে শাকিবের বৈরী রূপ দেখে বিস্ময় প্রকাশ করলেন বুবলী। তার ভাষ্য, ‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলে না। আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝে মাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে? কিছু দিন পর পর হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি, হচ্ছেটা কী!’

বুবলী জানান, ছেলে শেহজাদের কথা ভেবে তিনি ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে চান না। তবে ছেলের সম্মানের জন্য প্রয়োজন হলে তিনি সময় মতো মুখ খুলবেন। আপাতত শাকিবের উদ্দেশে তার বক্তব্য এরকম, ‘কিছু দিন পর পর কী উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনও আপনার সঙ্গে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণ চিন্তা প্রকাশ করেন? এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছু দিন পর বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কী নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন। আপনাকে তো কোথাও কখনও অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি। বরং যেকোনও অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানাভাবে সাপোর্ট দিয়েছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।