ইন্টারন্যাশনাল ডেস্ক: ইমরান খানের পর একই জায়গা থেকে গ্রেফতার হয়েছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)- এর মহাসচিব আসাদ উমর। ইসলামাবাদের আদালতের বাইরে থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। খবর জিও নিউজের।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসলামাবাদের হাইকোর্টের বার রুম থেকে তাকে তুলে নিয়ে যায় সিটিডির কর্মকর্তারা।
পাকিস্তানের সাবেক এই অর্থমন্ত্রীকে কোন মামলায় আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি। তাকে আটকের সময় সঙ্গে ছিলেন পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি, সিনেটর সাইফুল্লাহ সারওয়ার খান এবং গুলাম সারওয়ার খান।
পিটিআইয়ের তিন নেতা বার রুমে ফিরে আসলেও উমরকে নিয়ে যায় পুলিশ। তাকে আটকের ঘটনায় টুইট বার্তায় নিন্দা জানিয়েছেন তেহরিক-ই-ইনসাফের আরেক নেতা শিরিন মাজারি। দলটির নেতাদের গ্রেফতারে জন্য এখন উর্বর ভূমিতে পরিণত হয়েছে আইএসসির প্রাঙ্গণ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।