গাজী গ্রুপের কাছে হেরে অলিখিত ফাইনালে আবাহনী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:০৩, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

গাজী গ্রুপের কাছে হেরে অলিখিত ফাইনালে আবাহনী

newsup
প্রকাশিত মে ১০, ২০২৩
গাজী গ্রুপের কাছে হেরে অলিখিত ফাইনালে আবাহনী

ডেস্ক নিউজ: গাজী গ্রুপকে হারাতে পারলে শিরোপার পুনরুদ্ধারের পথটা সহজ হয়ে যেতো আবাহনীর। কিন্তু বুধবার বিকেএসপিতে অনুষ্ঠিত গাজী গ্রুপের বিপক্ষে বৃষ্টি আইনে (ভিজেডি পদ্ধতি) ৬ উইকেটে হেরে গেছে ঐতিহ্যবাহীরা। অন্যদিকে আবাহনীর সঙ্গে শিরোপা রেসে থাকা প্রাইম ব্যাংক ফতুল্লায় রূপগঞ্জকে হারিয়ে দিয়ে আবাহনীকে ছুঁয়ে ফেলেছে। আগামী শনিবার লিগের শেষ রাউন্ডে মুখোমুখি হবে শেখ জামাল-আবাহনী। ফলে এই ম্যাচের জয়ী দলই ২০২২-২৩ মৌসুমের শিরোপা ঘরে তোলার সুযোগ পাবে।

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করে আবাহনী ২৪৬ রান করেছিল। ২৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে গাজী গ্রুপ ভালোই জবাব দিচ্ছিল। ৪৩ রানে দুই উইকেট হারানোর পর ফরহাদ হোসেন ও শেখ মেহরাব হোসেন মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তাদের ৪৪ রানের জুটির পর ফরহাদ আউট হন ২৩ রানে। এরপর আব্দুল্লাহ আল গালিবকে সঙ্গে নিয়ে ৭৫ রানের জুটি গড়ে আউট হন মেহরাব। ৬৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেছেন মেহরাব। এরপর ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন গালিব ও আকবর আলী। গালিব ৮৫ ও আকবর ১৩ রানে অপরাজিত ছিলেন। ৪১.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে গাজীর সংগ্রহ ২১৫ রান হতেই নামে বৃষ্টি। বৃষ্টিতে খেলা বন্ধ হলে গাজী গ্রুপ ভিজেডিতে ৬ উইকেটে ম্যাচ জেতে।

আবাহনীর তানভীর ইসলাম সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া রাকিবুল হাসান ও খুশদিল শাহ নেন একটি করে উইকেট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।