রবীন্দ্রনাথ বাঙালির অস্তিত্বের মধ্যে মিশে আছেন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৩৯, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রবীন্দ্রনাথ বাঙালির অস্তিত্বের মধ্যে মিশে আছেন

newsup
প্রকাশিত মে ১২, ২০২৩
রবীন্দ্রনাথ বাঙালির অস্তিত্বের মধ্যে মিশে আছেন

বিশিষ্ট কবি, গবেষক ও লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তাক আহমাদ দীন বলেছেন, সময়ের প্রয়োজনেই রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক। নিজস্ব উপলব্ধি থেকে রবীন্দ্রনাথ সম্পর্কে মন্তব্য করা দূরুহ। রবীন্দ্রনাথকে না পড়ে দূর থেকে তাকে অবজ্ঞা করার সুযোগ নেই। যারা তরুণ, নতুন কবিতা লিখছেন তাদেরও একসময় রবীন্দ্রনাথের কাছে ফিরে যেতে হয়।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে (১১ মে) বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে নিবেদিত কবিতাপাঠ, আলোচনা সভা ও ১১৫০তম সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাঙালি অনেক সমালোচক বিভিন্নভাবে রবীন্দ্রনাথকে আক্রমণ করেছেন। রবীন্দ্রনাথের গান, কবিতা, গল্প আমাদের আজও মুগ্ধ করে। রবীন্দ্রনাথের প্রথম ৩০বছর ইংরেজদের প্রতি যে শ্রদ্ধাশীল ছিলেন পরবর্তী সময়ে এটা আর আমরা দেখিনি। রবীন্দ্রনাথের ছোটগল্প পাঠের মাধ্যমে তার প্রতি আমাদের যে সাম্প্রদায়িক মনোভাব আছে সেটা দূর হতে পারে।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক মাহবুব মুহম্মদের সভাপতিত্বে ও মাজহারুল ইসলাম মেননের পরিচালনায় আসরে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেমুসাসের সাধারণ সম্পাদক কবি সৈয়দ মবনু, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সাদেক লিপন এডভোকেট, পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, কেমুসাস কার্যকরী পরিষদের সদস্য গল্পকার সেলিম আউয়াল। পঠিত লেখার উপর আলোচনা করেন কবি হুসাইন ফাহিম।

কেমুসাসের সাধারণ সম্পাদক কবি সৈয়দ মবনু বলেন, নিরেপক্ষ চিন্তা থেকে রবীন্দ্রপাঠ জরুরি। সাম্প্রদায়িক চিন্তা থেকে অনেকেই রবীন্দ্রনাথের প্রতি বিদ্ধেষ ছড়ান।

আসরে স্বরচিত লেখাপাঠ করেন আতাউর রহমান বঙ্গী, কামাল আহমদ, সিরাজুল হক, ছয়ফুল আলম পারুল, পারভেজ হুসেন তালুকদার, মোবারক হোসেন, এনামুল ইসলাম তালুকদার, জুবায়ের আহমদ সার্জন।

গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী মাসুম বিল্লাহ, বিমান বিহারি বিশ্বাস, কোবাদ বখত রুবেল, সাজিদুর রহমান সাজিদ। আসরের শুরুতে কোরআন তিলাওয়াত করেন খাইরুল ইসলাম।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।