বিসর্জন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:২১, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিসর্জন

newsup
প্রকাশিত মে ১৪, ২০২৩
বিসর্জন
সেনুয়ারা আক্তার চিনু :
অন্ধের মতো ভালোবেসেছি তোমায়
হয়তো এটাই ছিল মহা ভুল,
তাই বলে কী বলতে পারো-
এ ভালোবাসা তোমার মনে দেয়নি কোন দোল?
বিনা কারণেই ঝরালে জল
সরল বিশ্বাসের যুগল আঁখিতে
ভেবে দেখনি আঁখি যে তোমারও আছে
হয়তো করছে অপেক্ষা দানের বদলা নিতে।
আজকে আমি চোর হলাম
তুমি হলে মস্ত বড় সাধু
দিন শেষে রাত যে আছে
ভুলে গেলে চলবে কী যাদু?
ক্ষমতার অতি লোভে
আমায় করলে সিংহাসন ছাড়া
শুনতে পেলুম সিংহাসন তো দূরের কথা
তুমি নাকি এখন রাজ্য হারা!
সেচ্ছায় না হয় হেরেই গেলাম
জিতিয়ে দিলাম তোমায়
অনুশোচনা যেদিন করবে গ্রাস
শত খুঁজলেও পাবে কী আমায়?
অনুতাপে অনুভবে নিরবে নিভৃতে
একদিন হয়তো আমায় খুঁজবে
আড়ালে আবডালে দূর থেকে
এ খবরটি ঠিকই কানে পৌঁছুবে।
আদরে যতনে গড়া ভালোবাসা
আজ সেচ্ছায় দিলাম বিসর্জন
দুষ্ট স্রোতস্বিনীর মোহনায় ঘুরে ফিরে
একান্ত নীরবে কাঁদে পোড়ামন।
১৩-৩-২৩ খ্রিস্টাব্দ,
মিরাবাজার, সিলেট
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।